জুলাই ঘোষণাপত্র ও স্থানীয় সরকার নির্বাচন চেয়ে প্রধান উপদেষ্টার কাছে এনসিপির দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
জুলাই ঘোষণাপত্র ও স্থানীয় সরকার নির্বাচন চেয়ে প্রধান উপদেষ্টার কাছে এনসিপির দাবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্রুত ‘জুলাই ঘোষণাপত্র’ জারি এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র যেন নির্ধারিত সময়ের মধ্যেই জারি করা হয়, সে বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি। একইসঙ্গে সব ‘জুলাই শহীদ’ ও আহতদের সহায়তার বিষয়েও নিশ্চয়তা চেয়েছি।” তিনি জানান, প্রধান উপদেষ্টা এই বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সব নির্বাচনকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করতে হবে। পাশাপাশি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানিয়েছি।”

এই বৈঠকে নাহিদ ইসলামের সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।