অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার রাত ৮টায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলের অপর সদস্য হলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগে ড. মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগের ভাবনা’ ঘিরে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হলে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানায় জামায়াতে ইসলামী।
উল্লেখ্য, এর আগে একই দিন সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয়।
আপনার মতামত লিখুন