আইডিএফের ২৪ ঘণ্টার বিমান হামলায় গাজায় নিহত ৭৬, আহত ১৮৫

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (২৩-২৪ মে) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৭৬ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ৫০ জনই ছিলেন উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। তবে মন্ত্রণালয় বলেছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। গত দেড় বছরে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৮২২ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৩৮২ জনে। এদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় প্রায় ১,২০০ জন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে এখনো প্রায় ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করার পরিকল্পনা রয়েছে তাদের।
প্রথম দফার পর আন্তর্জাতিক চাপে ইসরায়েল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, তা দুই মাসও স্থায়ী হয়নি। গত ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফার অভিযান শুরু হলে নতুন করে আরও ৩,৬৭৩ জন নিহত ও ১০ হাজার ৩০০ জনের বেশি আহত হন।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল বারবার অভিযান বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ নির্মূল ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।
আপনার মতামত লিখুন