ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে পাকিস্তানি নাগরিক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে পাকিস্তানি নাগরিক নিহত

ভারতের গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলার আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। বিএসএফ জানায়, শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ওই ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন। সতর্ক করা সত্ত্বেও থামেননি বলে দাবি করে বিএসএফ।

সংস্থাটি জানায়, ব্যক্তি ভারতের দিকে এগিয়ে এলে তাকে থামতে বলা হয়। কিন্তু নির্দেশ অমান্য করে অগ্রসর হওয়ায় গুলি চালানো হয়। নিহতের পরিচয় এবং সীমান্তে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি তারা। পাকিস্তানের দিক থেকেও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

এই ঘটনার সময় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এর আগের দিন, বৃহস্পতিবার (২২ মে), ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা সদস্য নিহত হন। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানায়, আহত সেনাসদস্যকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হলেও তিনি মারা যান।