দক্ষিণ আফ্রিকার খনিতে আটকে পড়া ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকার খনিতে আটকে পড়া ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার

দক্ষিণ আফ্রিকার ক্লোফ নামের একটি স্বর্ণ খনিতে লিফট ভেঙে যাওয়ায় আটকে পড়া ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ মে) খনিতে প্রবেশ ও বের হওয়ার লিফটটি নষ্ট হয়ে গেলে শ্রমিকরা আটকা পড়েন। পরদিন শুক্রবার (২৩ মে) প্রথমে ৭৯ জন এবং ছয় ঘণ্টা পর বাকি সবাইকে উদ্ধার করা হয়।

খনি পরিচালনাকারী কোম্পানি জানিয়েছে, উদ্ধার অভিযানে কেউ আহত হননি এবং শ্রমিকরা চাইলে বিকল্প বহির্গমন পথেও বের হতে পারতেন, যদিও তা ছিল দীর্ঘ পথ। আটকে পড়ার খবর পেয়ে স্বজনরা খনির বাইরে উদ্বিগ্নভাবে অপেক্ষা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও পরিবারকে সহায়তা দেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকার জাতীয় খনি শ্রমিক ইউনিয়ন জানায়, ২০ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও শ্রমিকদের উদ্ধার না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছিল। তবে কোম্পানির দাবি, শ্রমিকরা খনির নিরাপদ উপকেন্দ্রে অবস্থান করায় বড় বিপদের শঙ্কা ছিল না।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় খনি শ্রমিকের সংখ্যা অনেক এবং দেশটি খনিজ পদার্থ রপ্তানিতে শীর্ষে থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ২০২৪ সালে এখন পর্যন্ত খনিতে ৪২ জন এবং ২০২৩ সালে ৫৫ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন।