গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৭৯, মোট প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৯০০

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় একদিনেই আরও অন্তত ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন। শনিবার (২৪ মে) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা ৫৩ হাজার ৯০১ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৯ জন।
মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপ ও সড়কে এখনো বহু লাশ পড়ে আছে, কিন্তু নিরাপত্তার অভাবে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না। চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় সামরিক হামলা শুরু করে, যা পূর্বের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে লঙ্ঘন করে। ওই সময় থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৭৪৭ জন নিহত ও প্রায় ১০ হাজার ৬০০ জন আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসনের ফলে আন্তর্জাতিক মহলে নিন্দা জোরালো হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গণহত্যার দায়ে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখিও হয়েছে।
আপনার মতামত লিখুন