জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয় সংকট নিরসনে সিদ্ধান্ত
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে চলমান সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। ২৮ মে, বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ভূমি সচিব জানান, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর এ বিষয়ে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ সময় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বা বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
আপনার মতামত লিখুন