“গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তরুণরাই মূল শক্তি”: নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে আবদুল মঈন খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ
“গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তরুণরাই মূল শক্তি”: নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে আবদুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে। নয়াপল্টনের তারুণ্যের মহাসমাবেশ একটি বিশাল তরুণ সমুদ্রে রূপ নিয়েছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করেছে। তবে দেশের ছাত্র ও তরুণ সমাজ প্রথম বিজয়ের মাধ্যমে আন্দোলনের নতুন অধ্যায় সূচনা করেছে। আমাদের আন্দোলন থেমে যায়নি, এখন আমরা দ্বিতীয় বিজয়ের পথে।”

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই সমাবেশ যৌথভাবে আয়োজন করে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কর্মসূচির শিরোনাম ছিল “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা”, যাতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।

ড. মঈন খান বলেন, “বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে অবিলম্বে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ দরকার। আমরা সরকারকে সহযোগিতা করেছি এবং করব। তবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া ক্ষমতা গ্রহণ বৈধ নয়। যদি নির্বাচন না হয়, তরুণদের আন্দোলন এতটাই বেগবান হবে যে, অন্তর্বর্তীকালীন সরকার পালাতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি গত ১৫ বছর ধরে গণতন্ত্রের দাবিতে জেল-জুলুম সহ্য করেছে। আওয়ামী লীগের সময় যেমন আমরা যুদ্ধ করে গণতন্ত্র ফিরিয়েছিলাম, এবারও রাজপথেই গণতন্ত্র উদ্ধার করব।”

সভায় সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।