৯ মাসেই পতন, আইসিসিতে অভিযোগ—বিসিবির দায়িত্ব ছাড়লেন ফারুক, আসছেন আমিনুল ইসলাম বুলবুল
                                                                    মাত্র ৯ মাস আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর সরাসরি পরিচালকের পদে নিয়োগ পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। কিন্তু নাটকীয়ভাবে গতকাল রাতে সেই অধ্যায়ের ইতি টানল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ফারুকের পরিচালক পদ বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই শূন্য হয়ে গেল বিসিবি সভাপতির পদও।
এরই মধ্যে আজ শুক্রবার বিকেলেই আমিনুল ইসলাম বুলবুল-কে নতুন সভাপতি হিসেবে মনোনীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে বলে বিসিবি সূত্র নিশ্চিত করেছে।
গতকাল রাতে এনএসসি তাদের কোটার পাঁচ কাউন্সিলরের একজনকে বাদ দিয়ে নতুন করে আমিনুল ইসলামকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে চিঠি পাঠায় বিসিবিতে। এরপর রাতেই একটি ‘রিকোজিশন বোর্ড মিটিং’ ডাকে বিসিবির সক্রিয় পরিচালকরা, যারা আগেই ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছিলেন।
সেই বৈঠকে বুলবুলের কাউন্সিলর পদ অনুমোদন দেওয়া হয়।
একজন সিনিয়র পরিচালক বলেন—
‘আমরা এনএসসির চিঠি পাওয়ার পর রাতেই মিটিং ডেকে বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দিই। আজ বিকেলের বৈঠকে তাকে সভাপতি ঘোষণা করা হবে।’
ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ায় বিসিবি সভাপতির পদ এখন শূন্য। তাই আজকের বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে বদলি করা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল দিয়ে।
আগামী অক্টোবরেই বিসিবির নির্বাচন। ততদিন পর্যন্ত নিরপেক্ষ এবং নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির দায়িত্বে থাকবেন বুলবুল।
অপসারণ মেনে নিতে নারাজ ফারুক আহমেদ। তিনি আইসিসির কাছে অভিযোগ করেছেন এবং বলেছেন, তাকে ‘জোর করে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে।’
এছাড়া ভবিষ্যতে আইনি লড়াইয়ের কথাও বলেছেন তিনি।
তবে বিসিবির পরিচালকদের ভাষ্য অনুযায়ী, তারা এসব নিয়ে মোটেও চিন্তিত নন।
একজন পরিচালক সাফ জানিয়ে দেন—
‘উনি কী বললেন না বললেন, সেসব নিয়ে আমাদের ভ্রুক্ষেপ নেই।’
ফারুকের হঠাৎ উত্থান যেমন চমক জাগিয়েছিল, তার পতনটাও ততটাই নাটকীয়। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবিকে কতটা স্থিতিশীলতা ফিরিয়ে দিতে পারেন, সেটাই দেখার বিষয়। তবে বোর্ডের অভ্যন্তরে এই ধাক্কাধাক্কির মাঝে ক্রিকেটপ্রেমীরা চাইছেন—এই পালাবদল যেন মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব না ফেলে।


                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মতামত লিখুন